Home / বিনোদন / এবারও গান শোনাবেন মাহফুজুর রহমান

এবারও গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক: গেল কয়েক ঈদের মতো এবারের ঈদেও দর্শকদের গান শোনাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার নিজের মৌলিক গান নিয়ে নিজের চ্যানেল এটিএন বাংলায় হাজির হবেন তিনি।

চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, ঈদে মাহফুজুর রহমানের ওই একক সংগীতানুষ্ঠানের জন্য বাছাইকৃত গানগুলোর রেকর্ডিং এরইমধ্যে শেষ হয়েছে। শেষ হয়েছে বেশ কয়েকটি গানের ভিডিও দৃশ্যের ধারণ। বিশ্বের নানা দেশের লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে।

দেশের সেরা গীতিকবিরা গানগুলো লিখেছেন। এছাড়া সুর ও সংগীতায়োজনেও থাকছে চমক।

প্রসঙ্গত, ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির ড. মাহফুজুর রহমান।

Check Also

আমি পুরোটা সৎ ছিলাম না

বিনোদন ডেস্ক: সম্পর্কের বিষয়ে বেশ চাপা স্বভাবের বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের শুরুতে সালমান খানের …

%d bloggers like this: