Home / দেশজুড়ে / ঢাকা / এখন বেঙ্গল সংগীত উৎসব আবাহনী মাঠেই হবে

এখন বেঙ্গল সংগীত উৎসব আবাহনী মাঠেই হবে

নিউজ ডেস্ক: বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি  চলতি বছরই ২৬ ডিসেম্বর থেকে ধানমণ্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচ দিনের এই আয়োজন। উৎসবটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু মঙ্গলবার দুপুরে জানান, এই বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ৮০ শতাংশ এই আয়োজনে যোগ দেবেন।

আবুল খায়ের লিটু বলেন, আমরা ক্ল্যাসিক্যাল ফেস্টিভাল আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রীরও সায় ছিল। কিন্তু ক্রিকেটের ভরা মৌসুমে এই আয়োজনটি করতে গেলে পরে টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আয়োজনটি আমরা ধানমণ্ডির আবাহনী মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমাদের অনুমতি নেওয়াও হয়ে গেছে।

আবুল খায়ের জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরবে বেঙ্গল ফাউন্ডেশন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: