Home / বিনোদন / ঢালিউড / এক ছবির জন্য ৫০ লাখ নেন শাকিব

এক ছবির জন্য ৫০ লাখ নেন শাকিব

বিনোদন প্রতিনিধি:  বাংলাদেশের কোনো তারকার পারিশ্রমিক ৫০ লাখ টাকা হতে পারে এমনটা কেউ ভেবেছিল? যেখানে বেশির ভাগ নির্মাতা-প্রযোজক বলছেন, সম্পূর্ণ ছবির বাজেট এক কোটি হলে কিছুটা লাভের চিন্তা করা যায়। সারা দেশের বাজার অনুযায়ী ছবি সুপারহিটের তকমা পেলে নাকি দুই কোটি টাকার মতো ব্যবসা করে! তবে ‘হিরো দ্য সুপারস্টার’ এসব কথা কানে নিতে রাজি নন।

তিনি ভালো করেই জানেন, শাকিব খান ছবিতে থাকা মানে টেবিল কালেকশনেই অন্তত সোয়া কোটি টাকা আসে। এরপর পুরো বছর তো আছেই। ফলে খানিকটা ভেবেচিন্তেই ৪০ লাখ থেকে পারিশ্রমিক এখন ৫০ লাখে উন্নীত করেছেন ‘কিং খান’। এর মধ্যে রাশেদ রাহার ‘নূপুর’ ছবির জন্য এই পারিশ্রমিক পেয়েছেন বলেও জানান শাকিব।

তিনি বলেন, ‘এখন আগের মতো বছরে ১০-১২টি ছবিতে কাজ করি না। সর্বোচ্চ হলে চার থেকে পাঁচটি ছবিতে আমাকে দেখা যায়। যে ছবিগুলোতে কাজ করি, সেগুলোর বাজেটও অনেক ভালো। বেশির ভাগ শুটিং হয় বিদেশে। ফলে দর্শকও ছবিগুলো উপভোগ করছেন।

শেষ যে কয়টি ছবি আমার মুক্তি পেয়েছে, প্রতিটিই সুপারহিট। তাই ৫০ লাখ টাকা পারিশ্রমিক নেওয়াটা আমার অধিকার। ’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: