Home / বিনোদন / বলিউড / একসাথে নাচলেন বিরাট-আনুশকা

একসাথে নাচলেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক: জাতীয় দলের দুই তারকা খেলোয়ার। একজন ছিলেন ভারতীয় বোলিং আক্রমণের প্রাণভোমরা, অন্যজন এখন ভারতীয় ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। দলে দুজনের ভূমিকা দুই রকম হলেও একজায়গায় তাঁদের ভীষণ মিল। জহির খান ও বিরাট কোহলির দুজনেরই ভালোবাসার মানুষ বলিউড তারকা। এ ছাড়া তাঁদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক বেশ গভীর। তাই জহির খান-সাগরিকা ঘাটগের বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে আনুশকা শর্মা সমেত উপস্থিত ছিলেন বিরাট। শুধু তাই নয় জুম টিভির খবরে প্রকাশ, বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেছে দুজনকে।

যদিও কোনো প্রকার নিবন্ধিত বিয়ে হয়নি জহির খান ও সাগরিকা ঘাটকের মধ্যে। বরং তাঁদের বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠান তাঁরা সাজিয়েছিলেন মেহেদী এবং বিবাহ পরবর্তী পার্টি দিয়ে। যেখানে উপস্থিত ছিলেন জহির-সাগরিকার পরিবার ও কাছের বন্ধুরা। যাদের মধ্যে ছিলেন শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, যুবরাজ সিং এবং বীরেন্দ্রর শেবাগের মতো ক্রিকেটাররা। এ ছাড়া উপস্থিত ছিলেন সুরেশ, যুবরাজের স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরী ও হাজেল কিচ।

তবে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন বিরাট ও আনুশকা। বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে বিরাটের পরনে ছিল ধূসর বর্ণের স্যুট, সাদা শার্ট ও কালো টাই। অন্যদিকে সোনালি কাজ করা ধূসর রঙের ব্লাউজ, কালো ওড়না ও ঘাগরায় উপস্থিত ছিলেন আনুশকা। অনুষ্ঠানে জহির-সাগরিকার সঙ্গে ‘শাদি গালি’ ও ‘জুম্মা চুম্মা দে দে’ গানের তালে নাচতে দেখা যায় বিরাট ও আনুশকাকে। এর আগে যুবারজের বিয়েতেও নাচতে দেখা গিয়েছিল তাঁদের।

জহির এবং সাগরিকার বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠান সম্পন্ন হয় কোবালার তাজ হোটেলে। বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে জহির খান পড়েছিলেন নীল কুর্তা অন্যদিকে নকশাকারক সব্যসাচীর নকশা করা লেহেঙ্গা পড়েছিলেন সাগরিকা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: