Home / জাতীয় / একদিনে নতুন শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

একদিনে নতুন শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

নিউজ ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে আরো ২২ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৭২ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২৩৮১ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি। একই সময়ে সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১০ হাজার ৫৯৭ জন।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিচেনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩৯ শতাংশ।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: