Home / বিনোদন / একত্রে ১৭ বছর আতিক হাসান-সোমা

একত্রে ১৭ বছর আতিক হাসান-সোমা

হাসান তাসাউফ:  চট্টগ্রাম নগরীতে এখানে-ওখানে গান করে বেড়ান। মঞ্চে গান করাটাই ছিল আতিক হাসানের নিত্য পেশা। এরই মাঝে একদিন তাকে দেখা করতে বললেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম এম এস আলম। আতিক হাসানের গ্রাম ফটিকছড়ি। এম এস আলমের বাড়িও সেখানেই। যার কারণে আতিকের গান তার কানে অজস্রবার পৌঁছেছে। ভাবেন এই ছেলেটা সুযোগ পেলে ভালো করবে। আতিক দেখা করেন। ১৯৯৮ সাল থেকে মঞ্চে গান করা আতিক হাসানকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। তবে ‘আতিক হাসান’ হয়ে ওঠার আগের বছরেই বিয়ে করেন সোমাকে।

সঙ্গীতাঙ্গানে আতিক হাসান পেলেন ব্যাপক জনপ্রিয়তা। পাশাপাশি সমান্তরালঅভাবে সুখে-দুখে স্ত্রী সমার সোমার সাথে সমস্ত অংশীদারিত্ব। এভাবি দাম্পত্য জীবনে একে একে অতিক্রম করলেন ১৭ টি বছর।

আতিক হাসান-সোমা, একত্রে ১৭ বছর

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: