Home / খেলাধুলা / এই পরিস্থিতিতে ফিট থাকা বড় চ্যালেঞ্জ: জো রুট

এই পরিস্থিতিতে ফিট থাকা বড় চ্যালেঞ্জ: জো রুট

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে ২০ হাজার মানুষের মুত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।

আইপিএল, পিএসএল এমনকি টোকি অলিম্পিক গেমসও স্থগিত হয়েছে। বন্ধ হয়ে গেছে ঘরোয়া টুর্নামেন্টও। মাঠের খেলা বন্ধ হওয়ার পাশাপাশি বাইরে অনুশীলন করাও নিষেধ। এমন কঠিন মুহূর্তে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা মুশকিল হয়ে পড়েছে।

এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক জো রুট বলেছেন, এটা এক নতুন চ্যালেঞ্জ। আদর্শ অনুশীলন হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিতে ফিট থাকা বড় কঠিন।

করোনার আতঙ্কে সাত সপ্তাহ পিছিয়ে গেছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুম। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ যে যথাসময়ে মাঠে গড়াবে তারও কোনো নিশ্চয়তা নেই।

গৃহবন্দি সময়ে ঘরেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রুট। ইংলিশ এ তারকা ব্যাটসম্যান বলেন, এখন ফিটনেস ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। যাতে যখনই মাঠে ফিরি না কেন, নিজের সেরা ছন্দে যেন থাকতে পারি।

সূত্র: এএফপি

Check Also

শচীনকে ছাড়িয়ে যাবার সাধ্য আছে কোহলির?

ক্রিকেট মানেই রেকর্ডের ছড়াছড়ি। নতুন নতুন রেকর্ডের ফুলঝুরি। প্রতিটি ম্যাচেই ছাড়িয়ে যাওয়ার লড়াই। এমন লড়াই-ই …

%d bloggers like this: