হাসান তাসাউফ: পার্ল-হোয়াইট রঙের ‘হ্যারিয়ার গাড়ি’ এখন জনপ্রিয় অভিনেত্রী মিমের কাছে। আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিনে তিনি তার মা ছবি সাহা আর বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহার কাছ থেকে এ গাড়িটি উপহার পেলেন। ১ মাস বিভিন্ন গাড়ির দোকানে ঘোরাঘুরি পর, গেল বুধবার অবশেষে মিমের গাড়ি পছন্দ হয়েছে। সে গাড়িটিই জন্মদিনের উপহার হিসেবে পেয়েছেন মা-বাবার কাছ থেকে।
গাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার অনেক সৌভাগ্যের বিষয় যে, এমন মা-বাবার ঘরে ঈশ্বর আমার জন্ম দিয়েছেন। আমার মা-বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা-বাবা। তারা আমাকে খুশি করতে জন্মদিনে এমন একটি গাড়ি উপহার হিসেবে দিচ্ছেন। আমি যে কত খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’
তিনি আরো বলেন, ‘এমনিতেই মা-বাবার ঋণ সন্তান শোধ করতে পারে না। আর আমার মা-বাবা আমার জন্য সারাটা জীবন যা করছেন, তার ঋণ শোধ করার চিন্তাও করতে পারি না আমি। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কোনো কারণেই যেন আমি আমার মা-বাবাকে কষ্ট না দিই।’
১৩ নভেম্বর উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের গানের শুটিংয়ে তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মনতাজুর রহমান আকর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।