Home / দেশজুড়ে / ঢাকা / উত্তর সিটির প্যানেল মেয়র ওসমান গনি

উত্তর সিটির প্যানেল মেয়র ওসমান গনি

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্যানেল মেয়র মনোনীত করেছে সরকার। নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করায় সরকার এই মনোনয়ন দিয়েছে।
উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমসান গনিকে প্যানেলে এক নম্বর সদস্য করে তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে সরকার।
সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত মেয়াদের তালিকা প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক ইত্তেফাককে জানান, শপথ গ্রহণের ২৯ দিনের মধ্যে প্যানেল মেয়র নির্বাচনের কথা। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী স্থানীয় সরকারের কোন স্তরে এর ব্যতিক্রম হলে সে ক্ষেত্রে সরকার প্যানেল মনোনয়ন করতে পারে। এ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে।
প্যানেল মেয়র হিসাবে মনোনীত অন্য দুইজন হলেন- ৪ নম্বর ওয়ার্ডের মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২ ও ৩৪) ওয়ার্ডের বেগম আলেয়া সরোয়ার ডেইজী।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: