Home / খেলাধুলা / উত্তর কোরিয়ার বিপক্ষে আমার মেয়েরা তৈরি : ছোটন

উত্তর কোরিয়ার বিপক্ষে আমার মেয়েরা তৈরি : ছোটন

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে আজ সোমবার মাঠে নামছে কৃষ্ণা-তহুরা-মৌসুমী-সানজিদা-মনিকারা। এই কঠিন লড়াইয়ের আগে দলীয় ঐক্যের ওপরই তাই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।  বাংলাদেশ সময় বেলা ৪টায় থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। কোচের বক্তব্য, এই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত তার শিষ্যারা।

কোচ গোলাম রব্বানী ছোটন দুটি বিষয়ে শিষ্যাদের মনোযোগী হতে বলেছেন। প্রথমত দলীয় খেলা খেলতে পারা, দ্বিতীয়ত মনের শক্তিটা কখনোই না হারানো। তার ভাষায়, ‘এই ম্যাচটি আমাদের সবার জন্যই একটা উত্তেজনাকর মুহূর্ত। মেয়েরা গত একবছর কঠোর অনুশীলন করেছে। এখানে এসেও সকাল-বিকাল দুই বেলা অনুশীলন করেছে। একটা বিষয় ভালো লেগেছে যে, আমার মেয়েরা মানসিকভাবে তৈরি এবং তারা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলার জন্য উন্মুখ হয়ে আছে। ‘

গত একবছরে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় গিয়ে ২২টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এই প্রস্তুতি ম্যাচগুলো মেয়েদের অনেক এগিয়ে নিয়েছে বলে ধারণা কোচের। তার আশা, মেয়েরা এই মনোবল ধরে রাখুক। তিনি আরও বলেন, ‘মূল কথা হচ্ছে মেয়েদের মানসিকভাবে এই বিশ্বাস থাকতে হবে যে, আমরা খেলতে পারি এবং আমরা খেলতে পারব। ওরা যেহেতু অনূর্ধ্ব ১৬ দল (বয়স কম), আশা করব তাদের যেন মানসিক বিচ্যুতি না ঘটে। সেটা না হলে আশা করি আমরা ভালো কিছু করতে পারব। ‘তিনি আরও বলেন, ‘গত সাফেও এই মেয়েদের অনেকে খেলেছে। এই ব্যাচটা এক সঙ্গে শারীরিক-মানসিকভাবে বেড়ে উঠেছে। টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালিও তারা এখন অনেক ভালো অবস্থানে আছে। প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হয়েছে-সেখানে তারা ভালো করেছে। এখন আমরা যাদের বিপক্ষে খেলব, পুরোপুরি না হলেও মোটামুটি তাদের পর্যায়ে আছে। আমার বিশ্বাস একটা দল হয়ে মেয়েরা খেলবে। ‘

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: