Home / প্রবাসের খবর / উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন বাংলাদেশি ওয়াসফিয়া

উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন বাংলাদেশি ওয়াসফিয়া

প্রবাসের ডেস্ক: উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি খ্যাত মেক্সিকোর ‘পিকো দে ওরিজাবা’ নামক শৃঙ্গের উপরে উঠে বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন আবারও দেশের সুনাম বয়ে এনেছেন। গত বৃহস্পতিবার প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীনই প্রথম এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করেছেন। এ সময় তার সঙ্গে সহযাত্রী ছিলেন হুয়ান মেন্ডোজা।

‘পিকো দে ওরিজাবা’ শৃঙ্গটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উচ্চতায় অবস্থিত। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে। ওয়াসফিয়া গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় ‘পিকো দে ওরিজাবা’ জয়ে গ্রামীণফোনের কর্মকর্তারা গর্বিত মনে করছেন।

তাঁরা বলেন, ‘গ্রামীণফোন গতানুগতিকতার বাইরে বড় অর্জনে বিশ্বাসী। বিগত বছরগুলোতে এ বিশ্বাসই আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওয়াসফিয়া তার নিজের ক্ষেত্রে সেরা, যেটা আমাদের বিশ্বাসেরই প্রতিধ্বনি।

২০১৬ থেকে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ২০১৫ সালে ওয়াসফিয়া নাজরীন প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয় করেছেন।

Check Also

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা এবং অঙ্গ সংগঠন সিডনি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর …

%d bloggers like this: