Home / দেশজুড়ে / ঈশ্বরদী বাইপাসে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঈশ্বরদী বাইপাসে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

দেশজুড়ে ডেস্ক:  আজ রবিবার সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে।

ইঞ্জিন লাইন চ্যুত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন বাইপাস স্টেশনের সহকারী স্টেশনমাস্টার পুলক বিশ্বাস।

তিনি জানান, আজ সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনটি ঈশ্বরদী জংশন প্ল্যাটফর্ম থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তীব্র শীতে লাইনচ্যুত ট্রেনযাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন।

এ ঘটনার পর পরই অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

যত দ্রুত সম্ভব বিকল্প ব্যবস্থায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো ইঞ্জিন থেকে সরিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে নেওয়া হবে।

নতুন ইঞ্জিন সংযোগের পর চলতে শুরু করবে তারা।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: