Home / বিনোদন / টেলিভিশন / ঈদে শতাব্দী-মৌসুমীর ‘ঘুন মিয়ার মেঘ’

ঈদে শতাব্দী-মৌসুমীর ‘ঘুন মিয়ার মেঘ’

নিউজ ডেস্কঃ অভিনেত্রী মৌসুমী হামিদকে উদ্দেশ্য করে শতাব্দী ওয়াদুদ বলেন—তোমার মুন আজব আজব জিনিস চায়। উত্তরে এ অভিনেত্রী বলেন—মুন তো আজব আজব জিনিস চাইবেই, মুনের চাওয়ার কি আর শ্যাষ আছে! ‘ঘুন মিয়ার মেঘ’ নামে টেলিফিল্মের একটি দৃশ্যে এ কথোপকথন শোনা যায়।

দয়াল সাহার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও মৌসুমী হামিদ। এ অভিনেত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে দর্শকরা একটা শিক্ষ্যণীয় বার্তা পাবেন। যেমন গল্পে কাজ করতে চাই এটি তেমনই একটি গল্প। আসলে একজন শিল্পী হিসেবে তো কিছু দায়বদ্ধতা আছে। এই নাটকটি দেখে যদি একজন মানুষও সচেতন হয় তাতেই আমরা সার্থক।’

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিন্টু কর, পাপিয়া জেসমিন, খায়রুল আলম, জামান মনির, সাঈদ হাসান, শাহজাদা কবির শুভ, সুকান্ত অপি, কবির খান, নুরুজ্জামান তালুকদার প্রমুখ। কয়েক মাস আগে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এটি।

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: