নিউজ ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি মানহানির মামলায় এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ইমরান আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। এ মামলার অপর আসামি সনাতন উল্লাস আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করায় আদালত তা মঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বরও অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন ইমরান ও সনাতন কেউই হাজির না হওয়ায় উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরেরদিন দুজনই হাজির হয়ে জামিন পান।
সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে ইমরানের নেতৃত্বে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চু মিছিল করে। ওই মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেওয়া হয়। এই অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ৩১ মে মানহানির মামলা করেন।
মামলায় বলা হয়, নেত্রীর সম্মানহানি করায় দলীয় ও ব্যক্তিগতভাবে বাদীরও সুনাম ক্ষুন্ন হয়েছে।