নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থানা গেটে এ ঘটনা ঘটে।
এতে তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। এ দিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করবে এমন সংবাদে সকাল সাড়ে ৬টা থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে ক্যাম্পাস গেটে অবস্থান নেয় ছাত্রলীগ।