Home / বিনোদন / বলিউড / ইফতার পার্টিতে খতম হল ৫ বছরের স্নায়ুযুদ্ধ

ইফতার পার্টিতে খতম হল ৫ বছরের স্নায়ুযুদ্ধ

বিনোদন ডেস্ক: ২০০৮ সালের ১৭ জুলাই, ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে বেশ বড়সড় মারদাঙ্গা বেঁধেছিল বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানের। এরপর টানা পাঁচ বছর একে অন্যের মুখও দেখেননি তাঁরা। আর বলিউড ইন্ডাস্ট্রির সেই ঘটনাটি ছিল সবচেয়ে করুণ মুহূর্ত।

যদিও সেই লড়াইয়ের প্রকৃত কারণ আজও উদঘাটন হয়নি। এক দশক হয়ে এলেও আজও সেই ঘটনা ভোলেননি অনুরাগীরা। যা হোক, স্নায়ুযুদ্ধের পাঁচ বছর পর একটি ইফতার পার্টিতে পরস্পরকে আলিঙ্গন করে উপস্থিত সবাইকে অবাক করে দেন শাহরুখ খান ও সালমান খান। ২০১৩ সালের ২১ জুলাই মহারাষ্ট্রের রাজনীতিক বাবা জিয়াউদ্দিন সিদ্দিকি আয়োজিত ওই ইফতার পার্টিতে পরস্পরকে জড়িয়ে ধরেন দুজন।

পাঁচ বছর পর সেই প্রথম বলিউডের দুই সুপারস্টার জনসমক্ষে মুখোমুখি হন। উষ্ণ আলিঙ্গন করেন। পরে একসঙ্গে রাতের খাবার খেতে বসেন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক প্রত্যক্ষদর্শী বলেছিলেন, ‘ইফতারে দুজনকে একসঙ্গে দেখে খুবই প্রীত হলাম। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেছেন, এমনকি করমর্দনও করেছেন। আশা করি, আজ থেকে তাঁরা চিরজীবন বন্ধুত্ব বজায় রাখবেন।’

ছয় বছর আগে ওই দারুণ মুহূর্ত প্রত্যক্ষ করে বলিউড। আর তারপর পেছনে ফিরে তাকাননি শাহরুখ ও সালমান। সালমানের বোন অর্পিতা খান শর্মার বিয়েতে উপস্থিত হন শাহরুখ। একাধিক ইফতার পার্টিতেও দেখা যায় দুজনকে। তা ছাড়া ভাইজানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ বেশ কয়েকবার অতিথি হয়েছেন কিং খান। কয়েক বছর আগে তাঁরা দুজন একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনও করেন।

২০১৭ সালে সালমানের ‘টিউবলাইট’ সিনেমায় বিশেষ দৃশ্যে দেখা যায় শাহরুখকে। আর এক বছর পরে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ‘ইশকবাজি’ গানে একসঙ্গে নাচেন সালমান-শাহরুখ। সূত্র : ডিএনএ

Check Also

অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন

নিউজ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন সোমবার (১ জুন)। বিনোদনের সময়ের পক্ষ …

%d bloggers like this: