Home / খেলাধুলা / ইনিংস শুরু করলেন সাব্বির

ইনিংস শুরু করলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: ফিরেছেন জাতীয় দলে। ব্যাটেও পাচ্ছেন রান। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় হার্ডহিটার সাব্বির রহমান।

একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির রহমান সেড়ে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয়। জানা গেছে সাব্বিরের স্ত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছেন সাব্বির। এরই মধ্যে ক্রাইস্টচার্চ ঘটনার পর টেস্ট দলের সদস্যরাও দেশে ফিরেছেন।

Check Also

বিশাল মূল্যে সিপিএলে দল পেলেন আফিফ হোসেন ধ্রুবকে

স্পোর্টস ডেস্ক: বুধবার হয়ে গেল সিপিএলের সপ্তম আসরের ড্রাফট। লন্ডনে অনুষ্ঠিত হওয়া এই ড্রাফট সিপিএল …