Home / খেলাধুলা / ইডেনে উপচে পড়বে দর্শক, প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি

ইডেনে উপচে পড়বে দর্শক, প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি

স্পোটস ডেস্ক: আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্টের প্রথম তিন দিনের টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

গাঙ্গুলি বলেন, ‘আমরা দর্শকদের আগ্রহ দেখে খুব খুশি, তারা প্রথম তিন দিনের টিকিট ইতোমধ্যেই নিজেদের দখলে নিয়ে ফেলেছে।’

বিক্রয়যোগ্য সমস্ত টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় এখন আমাদের সীমিত সংখ্যক কোটার টিকিট রয়েছে যা আমাদের কাছে শুধুমাত্র ১৯ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিশেখ ডালমিয়া জানিয়েছেন

আইকনিক ভেন্যুতে গোলাপী বলে টেস্টকে দর্শনীয় করে তুলতে কোনো প্রকার কমতি রাখতে চায় না সিএবি। উইকেট প্রস্তুত প্রসঙ্গে সিএবির যুগ্ম-সচিব দেবব্রত দাস বলেন, ‘প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে উইকেট প্রস্তুতির দ্বায়িত্ব দেয়া হয়েছে, আশা করি উইকেটটা স্পোর্টিং হবে।’

এদিকে, নাটক শুরুর আগেই জাতীয় সংগীতটি আর্মি ব্যান্ডের মাধ্যমে বাজানো হবে বলে ডালমিয়া জানিয়েছেন।

তিনি আরো যোগ করেন, ‘তাদের প্যারা ট্রুপারদের হেলিকপ্টার থেকে নেমে গোলাপী বল দুটি ক্যাপ্টেনের কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে প্রথম দিনে টস করার আগেই।’

‘প্যারা সৈন্যদের বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে পরিকল্পনাটি হল তারা (হেলিকপ্টার থেকে) নেমে দুটি বল দুই অধিনায়কের হাতে তুলে দেবেন।’

‘চা চলাকালীন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং অন্যান্য খেলোয়াড়দের গাড়িতে চড়িয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করানো হবে। রাতের খাবারের বিরতিতে অনুষ্ঠিত হবে টক শো। প্রথাগতভাবে ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতীয়দের ২০০১ সালের অজি বধের সদস্যরা তাদের জয়ের স্মৃতি রোমন্থন করে এক ভিডিও প্রদর্শনী করবেন। এছাড়াও, বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের ক্রিকেটারদের দেয়া হবে সম্মাননা। সাথে থাকবে শেখ হাসিনার বিশেষ বক্তৃতানুষ্ঠান।

Check Also

জাতীয় দলের সাবেক ফুটবলার সালাউদ্দিন আর নেই

নিউজ ডেস্ক: জাতীয় দলের সাবেক ফুটবলার নারায়ণগঞ্জের কৃতি সন্তান এসএম সালাউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন। আজ রবিবার …

%d bloggers like this: