Home / বিনোদন / ইউটিউবে সিয়াম-তিশার ঝড় চলছে

ইউটিউবে সিয়াম-তিশার ঝড় চলছে

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনয় শিল্পী সিয়াম ও তানজিন তিশা। এবার তাদের অভিনীত মিউজিক ভিডিও ইউটিউবে ঝড় তুলেছে। মাত্র কয়েকদিনেই মিলিয়ন দর্শক ছুঁতে চলেছে চন্দন সিনহা ও সিঁথির গাওয়া নতুন গান ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’। কবির বকুলের লেখা এ গানটির সুরও করেছেন সিঁথি সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘আমি দর্শকদের ভিউ গোনায় বিশ্বাসী নই। তবে এ মাধ্যমকে অস্বীকার করারও কোনো উপায় নেই। এ মিউজিক ভিডিওতে সিয়াম ও তানজিন তিশা অনেক ভালো কাজে অভিনয় করেছেন। তাদের কারণেও এ ভিডিওটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া অংশুও কাজটি খুব ভালো করেছে।’

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এ গানটির কথা যেমন সুন্দর গায়কিও তেমন সুন্দর। এ সাফল্যের ভাগিদার আমরা সবাই।’

অন্যদিকে তানজিন তিশা বলেন, ‘অনেক দিন পর একটি মিউজিক ভিডিওর কাজ করে ভালো লেগেছে। এটি হলো ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’। আশা করি ভিডিওটি আরও সফলতা পাবে।

তিশার আরো নিউজ পড়তে ক্লিক করুন এখানেই।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: