Home / বিনোদন / ইউটিউবে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও কিশোরের ‘খুশির দিন’

ইউটিউবে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও কিশোরের ‘খুশির দিন’

বিনোদন ডেস্ক : মাহমুদ মানজুরের লেখা গানটির, সুরকার ও মিউজিক আয়োজনে ছিলেন কিশোর দাস।
১৪ নভেম্বর ‘খুশির দিন’ গানটির লিরিকাল ভিডিও প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গান প্রসঙ্গে কিশোর বলেন,গানটি যখন সুর করি তখনই মনে হয়েছিল ভালো কিছু হবে।

এ ভালো কিছু হবে থেকেই গানটি করা। জিসান মাল্টিমিডিয়া নিবেদিত’ ‘খুশির দিন’ গানটি নির্মিত হয়েছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই ভিডিও প্রকাশ করা হবে। এতেই বেশ সাড়া পড়েছে দর্শকদের কাছে।

উল্লেখ্য, পূর্বে জিসান মাল্টিমিডিয়া শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: