নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সকালে রাজধানীতে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তার দলকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর শক্তি কোনো দলের নেই।
হানিফ বলেন, এ বিষয়ে উসকানিমূলক বক্তব্যের জন্য বিএনপি নেতা মওদুদ আহমদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আওয়ামী লীগ নেতা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মওদুদ আহমদের মতো বিএনপি নেতারা উসকানিমূলক যে বক্তব্য দিচ্ছেন তা গভীর ষড়যন্ত্রও হতে পারে বলে মন্তব্য করেন হানিফ।
গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে মওদুদ বলেন, বর্তমান একদলীয় কর্তৃত্ববাদী সরকার বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষকে জুলুম নির্যাতন ছাড়া সাধারণ মানুষের জানমাল রক্ষার কোনো দায়িত্ব পালন করে না। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ফিরে পেতে দেশবাসী আগামী দিনে তুমুল গণআন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করবে।