Home / জাতীয় / আসুন প্রধান বিচারপতির সুস্থতার জন্য দোয়া করি : আইনমন্ত্রী

আসুন প্রধান বিচারপতির সুস্থতার জন্য দোয়া করি : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বলেছেন, আসুন আমরা সকলে মিলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সুস্থতার জন্য দোয়া করি। এটাই আমাদের করা উচিত, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমি বিএনপি নেতা-কর্মীদেরও বলবো আসুন দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বিএনপির প্রশ্ন ও বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আনিসুল হক বলেন, অসুস্থতা মানুষের ব্যক্তিগত বিষয়। উনি অসুস্থ হয়েছেন এটা নিয়ে রাজনীতির কিছু নেই।

বিএনপির বিভিন্ন বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্ন প্রসঙ্গে আনিসুল হক বলেন, এখন তো দেখছি উনি অসুস্থ হয়ে আমাকে বিপদে ফেলেছেন।

তার অসুস্থতা নিয়ে বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উনি কিন্তু বলেছেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সবাই জানেন, আমিও জানি ক্যান্সার থেকে সুস্থ হতে অনেক দিন সময় লাগে। উনিও বলেছেন ক্যান্সার হতে উনার নানাবিদ জটিলতা দেখা দিয়েছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: