Home / বিনোদন / বলিউড / আলিয়া-রণবীর ইসরায়েলে কী করছেন ?

আলিয়া-রণবীর ইসরায়েলে কী করছেন ?

বিনোদন ডেস্ক : অয়নের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য় আপাতত রণবীরের সঙ্গে শ্যুটিং -এ ব্যস্ত আলিয়া । ছবির গোটা টিম আপাতত ইসরায়েলে।

অয়নের এই ছবিতে নতুন লুকে দেখা যাবে রণবীর কাপুরকে। ‘পাশের বাড়ির ছেলে’-র ইমেজ ছেড়ে এবার তিনি সুপার হিরো। আর সেই নিয়েই আপাতত আলিয়ার সঙ্গে ছবির ওয়ার্কশপে ব্যস্ত রণবীর কাপুর।

ছবির শ্যুটিং এর ফাঁকে ফাঁকে , পরিচালক অয়নের সঙ্গে বেশ খুনশুটির মেজাজে রয়েছেন আলিয়া ও রণবীর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রযোজক করণ জোহার।

তেল আবিব-এ ছবির শ্যুটিং এর প্রস্তুতির ফাঁকে দেখা গেল আলিয়া ও রণবীরের ব্যাস্ততা। সঙ্গে ছিলেন পরিচালকও। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন আলিয়া ভাট।

এই ছবিতে এক্কেবারে নতুন লুক-এ ধরা দিতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ নিয়ে পরিচালক অয়ন জানিয়েছেন, যে এক অভাবনীয় লুক-এ এবার দেখা যাবে এই ২ তারকাকে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: