Home / বিনোদন / চলচ্চিত্র / আরিজের সুন্দর সময় কাটছে ছোট ভাইকে নিয়ে : বর্ষা

আরিজের সুন্দর সময় কাটছে ছোট ভাইকে নিয়ে : বর্ষা

বিনোদন প্রতিনিধি: সময়ে আলোচিত জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এখন আছেন ফুরফুরে  মেজাজে। গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন বর্ষা। ১২ নভেম্বর আকিকা দিয়ে তাঁরা  সন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল। গত ৮ নভেম্বর  থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন তাঁরা। বর্তমানে দুই ছেলে আরিজ ও আবরারকে নিয়ে দারুণ সময় পার করছেন অনন্ত ও বর্ষা। আবরারকে নিয়েই এখন নাকি আরিজ মহা ব্যস্ত।

এ বিষয়ে বর্ষা বলেন, ‘আবরারকে আরিজ অনেক পছন্দ করে। মজা করে আরিজ বলছে, আমিই শুধু আবরারকে আদর করব। আর কেউ করতে পারবে না। বলতে পারেন, ছোট ভাইকে নিয়ে আরিজের সুন্দর সময় কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অনন্ত জলিল ও বর্ষার বড় ছেলে আরিজের বয়স এখন তিন বছর। ২০১৪ সালের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে আরিজও জন্মগ্রহণ করেছিল।

অনন্ত জলিল ও বর্ষা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। তাঁদের অভিনীত ছবিগুলো হলো ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘খোঁজ : দ্য সার্চ’ ও ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: