Home / জাতীয় / আরও ৮০ পুলিশ করোনায় আক্রান্ত

আরও ৮০ পুলিশ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে ১ হাজার ৫০৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।

শনিবার (৯ মে) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো ১৪২৯।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৭০৮ সদস্য রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। এছাড়া, দুইজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) আক্রান্ত হয়েছেন।

৪৬৬ পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮৭০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: