Home / বিনোদন / টালিউড / আমি দেখতে সুন্দর নই, নুসরাত সুন্দরী: মমতা

আমি দেখতে সুন্দর নই, নুসরাত সুন্দরী: মমতা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নিজের তফাৎ একটাই। সেটা কী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

শনিবার পশ্চিমবঙ্গের হাসনাবাদে নির্বাচনী প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতাকালে এ কথা বলেন মমতা। মমতা বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দুটো চোখ, আমারও দুটো চোখ।

ওরও দুটো পা, আমারও দুটো পা। ওরও দুটো হাত, আমারও দুটো হাত। আমি হিন্দু, নুসরাত মুসলমান। তবে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নয়, পার্থক্য শুধু একটাই- ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর না।

মমতা বলেন, আপনারা নুসরাতকে ভোট দিন। সে আমার প্রতিনিধিত্ব করছে। আপনারা আমাকে ভালোবেসে নুসরাতকে ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করুন।

নুসরাতের সঙ্গে মমতার পার্থক্য করায় হেসে ফেলেন নুসরাত। হাসতে থাকেন সেখানে উপস্থিত শ্রোতারাও। এসময় মমতাও হাসেন। হেসে বলেন, ‘‘আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: