Home / বিনোদন / চলচ্চিত্র / আমি ছবি প্রযোজনা করব : পরী

আমি ছবি প্রযোজনা করব : পরী

বিনোদন ডেস্ক :  ‘আমি ছবি প্রযোজনা করব। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি স্যার। ছবির গল্প নিয়ে কাজ করছি, তবে ছবির নাম এখনো ঠিক হয়নি।

পাত্রপাত্রী আমি ছাড়া কে থাকবেন, এই বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। তবে আগামী ১ জানুয়ারি থেকে কাজ শুরু করব।’

হঠাৎ করে প্রযোজনায় কেন—জানতে চাইলে পরী মণি বলেন, ‘আমি আসলে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই। এমন কাজ করতে চাই, যা দর্শক পছন্দ করবেন।

এরই মধ্যে দর্শক আমার অনেক ছবিই দেখেছে, এর মধ্যে ভালো ছবির জন্য যেমন প্রশংসা পেয়েছি, তেমনি খারাপ ছবির জন্য তিরস্কারও পেয়েছি।

কারণ, শিল্পী হিসেবে আমি যখন কাজ করি, তখন সব ছবির বাজেট তো আর এক থাকে না। কম বাজেটের ছবিগুলোতে কাজটা ঠিকমতো হয় না।

অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকে না। তখন ছবিটি নিয়ে দর্শক বিরক্ত হন। আবার দেখা যায়, চার বছর আগের ছবি যখন মুক্তি পায়, তখন দর্শক বর্তমান সময়ের পরীকে দেখতে পায় না।

একটি ছবির শুরু থেকে মুক্তি পর্যন্ত সবকিছুই থাকে প্রযোজকের হাতে। ছবির মুক্তির তারিখ বা অন্য কিছু নিয়ে শিল্পীদের কিছু বলার থাকে না।

কিন্তু দর্শক চেনে আমাদের, গণমাধ্যমে আমাদের নামে নিউজ হয়। এতে করে দায়টা আমাদের ঘাড়েই এসে পড়ে।

তখন ভাবলাম, নিজেই ছবি প্রযোজনা করব। শিল্পী হিসেবে প্রযোজনা করে অভিজ্ঞতা অর্জন করতে চাই।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: