Home / আর্ন্তজাতিক / আমিরাতের ক্রাউন প্রিন্সের সঙ্গে মোদির ফোনালাপ

আমিরাতের ক্রাউন প্রিন্সের সঙ্গে মোদির ফোনালাপ

অার্ন্তজাতিক ডেস্ক:  নরেন্দ্র মোদি ফোন করেছেন আরব আমিরাতের সামরিক বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার এবং ক্রাউন

প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে।

মঙ্গলবার ফোনে আলাপ হয়েছে তাদের মধ্যে।

দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা বাড়িয়ে দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।

উভয়ের জন্য উদ্বেগজনক ব্যাপারগুলো নিয়েও মোদির সঙ্গে জায়েদের আলোচনা হয়েছে।

এছাড়া তাদের আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ও।

বিশেষজ্ঞরা বলছেন, দু’জনের ফোনালাপের ফলে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: