Home / বিনোদন / চলচ্চিত্র / আমার মা ওয়ান্ডার ওম্যান: উর্বশী রাউটেলা

আমার মা ওয়ান্ডার ওম্যান: উর্বশী রাউটেলা

নিউজ ডেস্কঃ ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউটেলা। ২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন তিনি। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের সিং সাব দি গ্রেটসনম রে, গ্রেট গ্র্যান্ড মাস্তি, হেট স্টোরি ফোর,পাগলপান্তি সিনেমায় অভিনয় করেছেন।

উর্বশী মনে করেন, তার এই সাফল্যের পেছনে সবটুকু অবদান তার মায়ের। তার কাছে মা ‘ওয়ান্ডার ওম্যান’। তিনি বলেন, ‘যখন আমি দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড চায়না’ ও দক্ষিণ কোরিয়ায় ‘মিস এশিয়ান সুপারমডেল’ মুকুট জিতলাম, আমার মনে আছে, পুরো জার্নিটায় মা আমার সঙ্গে ছিলেন। যখনই জীবন, ক্যারিয়ার, আমার লক্ষ্যের ব্যাপারে কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়েছি অথবা ভালো মন্দ বিচারে সিদ্ধান্তহীনতায় ভুগেছি মা আমার পাশে দাঁড়িয়েছেন। সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন ও সহযোগিতা করেছেন। তাকে পেয়ে আমি ধন্য। তিনি আমার কাছে সবকিছু।’

এই অভিনেত্রী বলেন, ‘মা আমাকে কখনো কোনো কিছু করতে বাধা দেয়নি। ধূমপান, মদপান না করা, ক্লাব অথবা পার্টিতে না যাওয়া সিদ্ধান্ত আমার উপরই থাকত। যদিও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হই,তবে ব্যাক্তিগতভাবে অমি একটু একা থাকতে পছন্দ করি। মা আমার বন্ধু। আমার ভাইয়ের ক্ষেত্রেও তাই। মীরা রাউটেলার মেয়ে হয়ে জন্ম নিয়ে আমি খুশি ও গর্বিত। রান্না, নাচ, গান, ব্যবসা, সৌন্দর্য, মেকআপ সবকিছুতে আমার মা পারফেক্ট। তিনি একজন অলরাউন্ডার। আমার জীবনে যা কিছু শিখেছি সবই মায়ের কাছে।’

 

Check Also

মায়ের মৃত্যুর একদিন পরই শুটিংয়ে মল্লিক

বিনোদন ডেস্ক : সবাইকে হাসাতেই পর্দায় আসতেন তিনি। সেই কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর পর পেশাদারিত্বের …

%d bloggers like this: