Home / আর্ন্তজাতিক / আবারও ফের চালু হচ্ছে উত্তর-দক্ষিণ কোরিয়ার হটলাইন

আবারও ফের চালু হচ্ছে উত্তর-দক্ষিণ কোরিয়ার হটলাইন

আর্ন্তজাতিক ডেস্ক :  উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য একটি টেলিফোন হটলাইন চালু ছিল বেশ কয়েক বছর আগে। এরপর উভয় দেশের বিরোধ বৃদ্ধি পেলে সে হটলাইন বন্ধ হয়ে যায়।

তবে এবার শীতকালীন অলিম্পিক বিষয়ে আলোচনার জন্য সে হটলাইন আবার চালু করা হচ্ছে।

শীতকালীন অলিম্পিকে সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা সহজ করার জন্য আবার টেলিফোন হটলাইন চালু করবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এক খবরে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ৩টায় আন্তঃকোরীয় যোগাযোগ চ্যানেল আবারো কার্যকর হওয়ার কথা রয়েছে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা বন্ধ হয়ে যায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশগ্রহণ করতে পারবে বলে জানায় দক্ষিণ কোরিয়া।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: