Home / বিনোদন / আবারও ‘জসিম উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আবারও ‘জসিম উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

বিনোদন ডেস্ক : জসিমকে স্মরণ করে আগামী ২২ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে নায়ক জসিম উৎসব। অনুষ্ঠানটির আয়োজক ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’। অনুষ্ঠানে নায়ক জসিমের পরিবার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন একডেমির সভাপতি সোহেল হক।

সোহেল হক বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা এফডিসিতে জসিম উৎসবের আয়োজন করছি। এখানে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও জসিম স্যারের পরিবার অংশ গ্রহণ করবে। আসলে আমরা জসিম ভাইয়ের ভক্ত, সেখান থেকেই আমরা ২০০৩ সালে ‘বীর মুক্তি যোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ চালু করেছি। সেখানে থেকেই জসিম স্যারের জন্মদিন ও মৃত্যুদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করি।’

তবে এফডিসিতে গত বছর থেকেই এই উৎসব পালন শুরু হয়েছে। সেসময় জসিমের ছেলে রাহুল অভিযোগ করেছিলেন, তাঁদের অনুমতি ছাড়াই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে এবার পরিবারের অনুমতি নিয়েই উৎসব করা হয়েছে বলে জানায় একাডেমি কর্তৃপক্ষ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: