Home / বিনোদন / বলিউড / আফ্রিকার রাস্তায় আনুশকার উন্মাতাল নাচ

আফ্রিকার রাস্তায় আনুশকার উন্মাতাল নাচ

বিনোদন ডেস্ক: এবার দেখা গেল শহরের একটি স্থপতির সামনে স্ট্রিট ডান্সারের সঙ্গে উদ্দাম নাচছেন ‘পিকে’ খ্যাত এই অভিনেত্রী।

আশেপাশে মানুষজন ও পর্যটকের ভিড়কে পাত্তা না দিয়ে সাধারণ মানুষের মতই মনের খুশিতে নাচতে দেখা গেছে তাকে।

দিল্লির রিসিপশন ও মুম্বাইয়ের তারা ঝলমলে অনুষ্ঠানে গানের তালে ভাংড়া নেচেছিলেন নবদম্পতি।

এবার বিদেশে গিয়েও নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দুজনেই।

কিন্তু কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে কোহলি মাত্র ৫ রানে আউট হওয়ায় ভারতীয় সমর্থকরা আবারও আনুশকাকে নিয়ে নোংরামি শুরু করেছে।

আনুশকার জন্যই নাকি আউট হয়েছেন কোহলি! এই একুশ শতকেও মানুষের এমন চিন্তা….ভাবা যায়!

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: