Home / খেলাধুলা / আফ্রিকার বর্ষসেরা সালাহ

আফ্রিকার বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক: জাতীয় দল ও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরন্সের সুবাধে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহামেদ সালাহ।

সাদিও মানে ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের খেতাব নিজের করে নেন লিভারপুলের এই তারকা।

কনফেডারেশন্স অব আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএএফ) জাতীয় দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত অফিসিয়াল ও সাংবাদিকদের ভোটে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

সর্বোচ্চ ৬২৫ ভোট পেয়ে ২০১৭ সালের বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতেন সালাহ। তার লিভারপুল সতীর্থ ও সেনেগাল তারকা খেলোয়াড় সাদিও মানে ৫০৭ ভোট পেয়ে রানার্সআপ নির্বাচিত হন।

অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং ৩১১ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হন।

এদিকে মিসরের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই সম্মানজনক পুরস্কার জিতলেন সালাহ।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: