Home / খেলাধুলা / আফগানিস্তানের কাছে ৭৫ রানে অলআউট বাংলাদেশের যুবারা!

আফগানিস্তানের কাছে ৭৫ রানে অলআউট বাংলাদেশের যুবারা!

স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে জাতীয় দল যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খাবি খাচ্ছে, তখন ঘরের মাঠে দুর্বল আফগানিস্তানের সামনে একই অবস্থায় পড়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। পচেফস্ট্রুম টেস্টে মুশফিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ৯০ রানে; আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাইফ হোসেনরা থেমে গেল ৭৫ রানেই!

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। আজ তৃতীয় ম্যাচে আফগান বোলিং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশের যুবারা। ব্যাটিং করেছে মাত্র ৩০.৪ ওভার। মাত্র দুজন ছুঁয়েছেন দুই অংক। উইকেটকিপার মাহিদুল ইসলামই সর্বোচ্চ ২৫ আর ওপেনার সাইফ হোসেন ২২ রান করেছেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছিল আফগানরাও। ১২ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় তারা। তবে এর পরেই মাথা ঠাণ্ডা রেখে দলকে এগিয়ে নিয়ে যান দারউইশ রাসুলি। তার ৩৬ বলে অপরাজিত ৩৫ রানে ৫ উইকেটের জয় পায় আফগানরা। সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। আগামী ৪ অক্টোবর একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: