স্পোর্টস ডেস্ক: আজ শনিবার দুপুরে ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। আর সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। দুটি ম্যাচই দেখাবে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন। ঢাকার নেতৃত্ব দিচ্ছেন আইকন খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সিলেটের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান।
ঢাকা ডাইনামাইটসের বিদেশি কোটায় আছেন কুমার সাঙ্গাকারা, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি। এ ছাড়াও দলে আছেন মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফের মতো তরুণ তারকারাও। অন্যদিকে সিলেট সিক্সার্সের বিদেশি তারকাদের মধ্যে আছেন বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, লিয়াম প্লাঙ্কেটরান। এ ছাড়াও দলে আছেন নাসির হোসেন, তাইজুল ইসলামদের মতো তরুণ ক্রিকেটাররা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের নেতৃত্ব দিচ্ছেন স্যামি। আর রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।