ফিচার ডেস্ক: আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এলিনা বেরকোভা নামে দেশটির সাবেক এক পর্নস্টার। এর আগে তিনি মেয়র পদে নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে নিজের আগামী পরিকল্পনার কথা জানিয়েছেন ৩২ বছরের দুই সন্তানের জননী এলিনা। তিনি জানান, হার্ভে ওয়েইনস্টেইনের মতো লোকেদের কীর্তি নিয়ে তিনি বীতশ্রদ্ধ। তাই যৌন নিগ্রহের সাজা হিসেবে মৃত্যুদণ্ড চালু করতে চান।
এলিনা আরো বলেন, পুরুষদের বিবাহবিচ্ছেদ তিনি প্রায় অসম্ভব করে তুলবেন এবং স্কুলে যৌনশিক্ষা চালু করবেন। শুধু তাই নয়, ৪০ সেন্টিমিটারের বেশি লম্বা স্কার্ট পরাটা অপরাধ বলে গন্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, এখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অনেক মহিলাই অংশ নেন। তাই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এই ঘোষণা সম্পর্কে সোশাল মিডিয়ায় তার প্রায় সাড়ে ছয় লাখ ফলোয়ারের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।