Home / বিনোদন / আগামীকাল তাহসান-পূজার ’একটাই তুমি’ প্রকাশ হবে

আগামীকাল তাহসান-পূজার ’একটাই তুমি’ প্রকাশ হবে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজা আবারও একসঙ্গে গাইলেন দুই জন।

এবার তাদের গানের নাম ‘একটাই তুমি’। ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রকাশ হবে গানটি।

পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

রোমান্টিক ঘরনার গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

নতুন বছরের উপহার হিসেবে তাহসান ও পূজার এ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ। এতে মডেল হিসেবে দেখা যাবে শার্লিনা এবং সুমিতকে।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘তাহসান ভাই আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: