Home / রাজনীতি / আইনের শাসন প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে কারবালার আত্মত্যাগ: ফকরুল

আইনের শাসন প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে কারবালার আত্মত্যাগ: ফকরুল

নিউজ ডেস্ক: দেশে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারবালার আত্মত্যাগ প্রেরণা যোগাবে বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিবৃতিতে তিনি এ কথা বলেন।

হযরত ইমাম হোসাইন (রা.), তার পরিবার এবং কারবালায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্ম-সম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে  তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা জুগিয়ে চলছে।’

‘বর্তমানে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় উৎপীড়ণের মুখে বিপর্যস্ত। ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমাদের প্রেরণা জোগাবে কারবালার আত্মত্যাগের ঘটনা’- বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Check Also

খালেদা জিয়ার সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর সাক্ষাৎ

নিউজ ডেস্ক: স্থায়ী কমিটির সদস্যদের পর দলের অন্যতম ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে সাক্ষাত দিয়েছেন …

%d bloggers like this: