নিউজ ডেস্কঃ রাজশাহীর সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নাটোরের নলডাঙ্গার যুবক কোভিড-১৯ রোগী ছিলেন না।
মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেকে) ল্যাবে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই যুবকের নাম মনির গাজী (১৯)। তিনি নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে। তিনি মাধনগর ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র ছিলেন।
শুক্রবার দুপুরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানোর পর শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
রামেক হাসপাতালে আজ নিয়মিত ব্রিফিংয়ে করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, মনিরের জ্বরের পরে র্যাশ (বসন্ত) ছিল। ভাইরাসজনিত রোগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
ব্রিফিংয়ে ডা. আজাদ আরও জানান, সংক্রামক ব্যাধি হাসপাতালে একজন নার্সসহ যে পাঁচজন রোগী ভর্তি ছিলেন, তাদের সবার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তারা সবাই সুস্থ রয়েছেন। এছাড়াও পর্যবেক্ষণ ওয়ার্ডে তিনজন নারী ও একজন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। তারাও সুস্থ আছেন।