Home / বিনোদন / টেলিভিশন / অাজ এনটিভি’তে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’
আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক

অাজ এনটিভি’তে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’

হাসান তাসাউফ: গল্পে আব্দুর রহমান চরিত্রটি রূপায়ন করেছেন তৌকির আহমেদ। আর তার প্রেমিকা নীল চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তবে সাবা আরো তিনটি চরিত্র রূপায়ন করেছেন। এছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্পা রেজা, রিফাত চৌধুরী, রফিক উল্লাহ্, রহিম সুমন, অভিষেক প্রমুখ।

জটিল সমস্যায় পড়েছেন প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরিরত আব্দুর রহমান নামে এক ব্যক্তি। নিজের অবচেতন মনেই তিনি মানুষের মিল খুঁজে পান। আসলেই কী তিনি মিল খুঁজে পান, নাকি একই ব্যক্তিকে বারবার দেখেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় না ….. এভাবেই এগিয়ে চলে ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’ নাটকের কাহিনী।

নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন পৃথুরাজ। অাজ শনিবার রাত ৯টায় এনটিভিতে এই নাটকটি দেখানো হবে। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে।

অভিনেতা রহিম সুমন বলেন, এই নাটকের গল্পটি একটু ভিন্ন রকম। এক ধরণের উত্তেজনা রয়েছে। নির্মাণও বেশ ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: