Home / জাতীয় / অসাম্প্রদায়িক দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

অসাম্প্রদায়িক দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার দুপুরে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

সম্প্রতি পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো বাংলাদেশ সফর করায় এখানকার মানুষের জন্য এ বছরের বড়দিন উদযাপন আরো বেশি আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি। এ ছাড়া মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বদরবারে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মনে করেন তিনি।

এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে যে চিরকালীন সম্প্রীতির বন্ধন তা বজায় রাখতেও আহ্বান জানান আবদুল হামিদ।

বঙ্গভবনে বড়দিন উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: