Home / দেশজুড়ে / ঢাকা / অসহায়-দুস্থ ছাত্রদের জন্য ক্লাব-৯৬ এর খাবারের আয়োজন

অসহায়-দুস্থ ছাত্রদের জন্য ক্লাব-৯৬ এর খাবারের আয়োজন

নিজস্ব প্রতিনিধি: ক্লাব -৯৬ এর সদস্যরা ব্রাক্ষণবাড়িয়ার গজারিয়া নূরে মদিনা হাফিজীয়া নূরানীয়া ইসলামীয়া মাদ্রাসার অসহায়-দুস্থ ছাত্রদের সাথে দুপুরের খাবারের আয়োজন করে ।

শুক্রবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়া গজারিয়ার পাঘাচংতে ২০১১ সালে জনাব মরহুম হুমায়ন কবির (নবকুমার ইনিষ্টিটিউশন স্কুলের শিক্ষক) প্রতিষ্ঠিত গজারিয়া নূরে মদিনা হাফিজীয়া নূরানীয়া ইসলামীয়া মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবারের আয়োজন করে ক্লাব-৯৬ এর পক্ষ হতে। ক্লাবের ১৭জন সদস্য ঢাকা হতে গতকাল বৃহস্পতিবার রাতের ট্রেন যোগে ঢাকার কমলাপুর হতে বি-বাড়িয়ায় পৌছান।

রাতে নবকুমার স্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম হুমায়ন কবির ছেলে, ক্লাব-৯৬ এর সদস্যর বাসায় রাত্রিযাপন করেন। ক্লাবের সদস্যরা সকালে গ্রাম ভ্রমণ করেন, জামাতে জুম্মার নামাজ পড়ে, নামাজ শেষে স্যারের কবর জিয়ারত করেন অবশেষে মাদ্রাসার ছাত্রদের নিয়ে একসাথে দুপুরের খাবার সম্পন্ন করেন।

আয়োজন সম্পর্কে ক্লাব ৯৬ এর অন্যতম সদস্য হাসান শাফিউল মুজনাবিন বলেন, “এবার আমরা মাদ্রাসার অসহায় দুস্থ শিক্ষার্থীদের সাথে এক বেলা খাবার খেলাম, ভবিৎষতে আমাদের ক্লাব ৯৬ আরো সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।”

উল্লেখ্য, নবকুমার ইনিষ্টিটিউশনের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত একটি গ্রুপ/ সংগঠন, যা এপ্রিলের ১৭ তারিখে প্রতিষ্ঠিত হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: