বিনোদন ডেস্ক: শেরলিন চোপড়া প্রথম ভারতীয় মডেল হিসেবে বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেন৷ যৌন আবেদনময়ী ফটোশ্যুটে জেনওয়াইয়ের মনে ঝড় তোলেন তিনি৷ সম্প্রতি অর্ধনগ্ন ফটোশ্যুট করে ফের নেটদুনিয়া কাঁপিয়ে দিলেন শেরলিন৷
শেরলিন নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিতে কখন দু’বার ভাবেন না৷ বেশ কিছুদিন পর আবারও ক্যামেরার সামনে এসে বিতর্কে জড়িয়ে পরলেন তিনি৷ আবেদনময়ী পোজে প্রায় অর্ধনগ্ন হয়ে ছবি তুললেন শেরলিন৷ আর সেই সঙ্গে অসাধারণ যৌন আবেদনময় অভিব্যক্তি৷ যা দেখে আবারও শেরলিনের প্রেমে পরে গেলেন তাঁর অনুরাগীরা৷ সম্প্রতি ফটোশ্যুট করেন তিনি৷ সেই ফটোশ্যুটেরই একটু ঝলক দিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে৷
অফ হোয়াইট রংয়ের হাগিং পোশাকে এই ছবিগুলি তুলেছেন শেরলিন৷ সেই সঙ্গে ম্যাচিং অ্যাঙ্কলেট৷ আর তার উপরে তাঁর অসামান্য এক্সপ্রেসন৷ ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন শেরলিন৷ তবে, শেরলিন ক্যামেরার সামনে নিজেকেই কখনও সাহসী ভাবে প্রকাশ করতে ভীত হননি তবে ফের এই ফটোশ্যুট করে বিতর্কের মুখে শেরলিন চোপড়া৷
ভিডিওটি…