Home / বিনোদন / চলচ্চিত্র / অভিনেত্রী পুনম পাণ্ডে গ্রেপ্তার

অভিনেত্রী পুনম পাণ্ডে গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার লকডাউন অমান্য করে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পুনম পাণ্ডে। তার সঙ্গে আরো এক যুবক ছিলেন। মেরিন ড্রাইভে বিনা কারণে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের। এরপরই পুলিশ তার গাড়ি আটক করে। লকডাউনের মাঝে গাড়ি নিয়ে কেন বেরিয়েছেন? পুলিশের এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। তারপর পুনম পাণ্ডে এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃত্যুঞ্জয় হীরেমাঠ নামে এক পুলিশ সংবাদমাধ্যমটিতে বলেন—ওই দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ এবং ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ। তারপরও পুনম পাণ্ডে কেন দায়িত্বজ্ঞানহীন নাগরিকের মতো রাস্তায় বের হলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: