Home / বিনোদন / বলিউড / অভিতাভকে অস্বস্তিতে ফেললেন অক্ষয় কুমার

অভিতাভকে অস্বস্তিতে ফেললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক :  সোমবার তারকাখচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সেই চলচ্চিত্র উৎসবের।
সেই অনুষ্ঠানেই বিগ বি অমিতাভ বচ্চনের হাতে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি ও অক্ষয় কুমার।

এদিকে সেই অনুষ্ঠান মঞ্চেই নাকি অমিতাভকে অস্বস্তিতে ফেলেছেন অক্ষয়। যেকথা টুইট করে জানিয়েছেন স্বয়ং বিগ বি। কিন্তু কী এমন করলেন অক্ষয় যার জন্য অস্বস্তিতে পড়তে হল বিগ বি-কে?

৭৫ বছরের বর্ষীয়ান অভিনেতা পুরস্কার নিতে মঞ্চে উঠলে তার দিকে এগিয়ে আসেন অক্ষয় কুমার। এরপরই সিনিয়রের পা ছুঁয়ে প্রণাম করতে যান অক্ষয়।

সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেন অমিতাভ। টেনে নেন বুকে। একে অপরকে জড়িয়ে ধরেন। তবে ততক্ষণে দর্শকাসনে উপস্থিত অসংখ্য অনুরাগীর ক্যামেরাবন্দি হয়ে যায় সেই মুহূর্ত।

পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক অনুরাগী। আর তারপরই অমিতাভের স্নেহের টুইট, অক্ষয় আমায় বেজায় অস্বস্তিতে ফেলে দিয়েছিল…. না, অক্ষয় এটা ঠিক না। ২০০২ সালে আঁখি সিনেমায় প্রথমবার অমিতাভের সঙ্গে একসঙ্গে অভিনয় করেন অক্ষয়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: