Home / বিনোদন / বলিউড / অবশেষে ক্ষমা চাইলেন নওয়াজউদ্দিন

অবশেষে ক্ষমা চাইলেন নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক:  ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজের বইতে সম্মতি না নিয়েই নারীদের নাম করেছিলেন। এই ঘটনা তাঁদের ভাবাবেগে আঘাত করেছে। আর সে কারণেই টুইটারে ক্ষমা চাইলেন তিনি। একইসঙ্গে বইচি প্রত্যাহার করার কথাও জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে নওয়াজের আত্মজীবনী “অ্যান অর্ডিনারি লাইফ। এই বইতে দু’জন নারীর সঙ্গে সম্পর্কের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন নওয়াজ। এমনকী, তাঁদের নামও দিয়েছেন। একজন প্রাক্তন মিস ইন্ডিয়া নিহারীকা সিং, অপরজন অভিনেত্রী সুনীতা রাজওয়ার। বইতে নাম প্রকাশ নিয়েই বিতর্ক শুরু হয়।

নওয়াজের বইয়ের মধ্যে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন নিহারীকা।
বলেন, “এভাবে নারীদের অপমান করছেন নওয়াজ। ” সুনীতা বলেন, “নওয়াজ মিথ্যে কথা বলছেন। মানসিকতার জন্যই আমি তাঁকে ছেড়েছিলাম। ”

এরপরই টুইটারে টুইট করে ক্ষমা চান নওয়াজ। লেখেন, আমার বই যাঁদের ভাবাবেগেকে আঘাত করেছে তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। বইটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছি আমি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: