Home / জাতীয় / আমরা যদি শুরু করি বদলে যাবে ঢাকার চিত্র

আমরা যদি শুরু করি বদলে যাবে ঢাকার চিত্র

নিউজ ডেস্ক :  পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা আতিকুল আরও বলেন, ‘আমরা যদি শুরু করি বদলে যাবে ঢাকার চিত্র।’

পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডে সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নিজের চারপাশে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। এক্ষেত্রে তরুণদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। তরুণরা উদ্বুদ্ধ হলে পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে।
তরুণদের মনে রাখতে হবে তোমরাই বাংলাদেশ। তোমরাই পার একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে। পরিচ্ছন্নতার উদ্যোগই হোক নতুন বছরের অঙ্গীকার।’

কর্মসূচিতে অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘নিজের ঘর, আশপাশের স্থান, যেসব অপরিচ্ছন্নতা চোখে পড়বে তা পরিচ্ছন্ন করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে।

নিজেরা যদি ঘরে ঘরে এমন উদ্যোগ গ্রহণ করি তাহলেই একটা পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে। তাই সবার প্রতি আহ্বান জানাব, যেন আমরা সবাই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয়ে উঠি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, অভিনয় শিল্পী মাহফুজ, সুইটি, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

Check Also

পুলিশের বিরুদ্ধে এখনো উঠছে অভিযোগ

নিউজ ডেস্ক :  দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দেখা গেল পুলিশের নির্ধারিত বাস স্টপেজে …