Home / বিনোদন / বলিউড / মেয়ে থেকে প্রেমিকার চরিত্রে, তারপর বিতর্ক

মেয়ে থেকে প্রেমিকার চরিত্রে, তারপর বিতর্ক

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘দঙ্গল’ ছবির কথা মনে আছে নিশ্চয়ই।

ব্লকবাস্টার ওই ছবিতে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বড় মেয়ে গুস্তিগীর গীতা ভোগাতের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ।

সেই ফাতিমাই চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবিতে আমির খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। মেয়ে থেকে নায়িকা, ব্যাপারটা মজাদারই বটে।

কিন্তু রূপালি পর্দার এই মজা নিয়ে গত কয়েক মাস ধরে মজা শুরু হয়েছে বাস্তবেও। বলিউডের বাতাসে গুঞ্জন, আমির খানের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ফাতিমা সানা শেখের।

দুজনে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন। অর্থাৎ প্রেমের সম্পর্ক আছে দুই তারকার মধ্যে। উঠতি তারকা ফাতিমার সঙ্গে নাম জড়ানো হয়েছে অভিনেতা আয়ুষ্মান খুরানার ছোট ভাই অপারশক্তি খুরানারও। যিনি বর্তমানে বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

লোকমুখে রটে যাওয়া এই গুঞ্জন নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি আমির খান। কিন্তু দুজন মানুষকে জড়িয়ে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে বেজায় অস্বস্তিতে পড়েছেন অভিনেতা ফাতিমা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘খুবই অস্বস্তি লাগে যখন মা কোনো খবরের শিরোনাম পড়ে প্রশ্ন করেন, এসব কী? এক সময় এসব বিষয় নিয়ে জবাবদিহি করতে ইচ্ছা হতো। কিন্তু এখন সেই ইচ্ছা নেই।

Print Friendly, PDF & Email

Check Also

ভিলেন অক্ষয়!

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণের সুপারস্টার কমল হাসান এবার হাজির হতে যাচ্ছেন ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে। একই …