Home / বিনোদন / টেলিভিশন / নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি : সুজানা

নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি : সুজানা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অনেকদিন তিনি সবরকম অভিনয়ের বাইরে।

সেই বিরতি কাটিয়ে ফিরলেন সম্প্রতি। একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে কাজ করছেন সুজানা।

জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম আসছেন নতুন গান নিয়ে। সেই গানের ভিডিওতেই দেখা যাবে সুজানাকে। কক্সবাজারে চলছে গানটির চিত্রায়ণ।

অল্প সময়ে অনেক আঙ্গিকে নিজেকে হাজির করার সুযোগ থাকে। এটা এনজয় করি আমি। এই ভিডিওতে সেটা আরও বেশি উপভোগ্য হচ্ছে।
সুন্দর লোকেশন, ড্রেস আপ, মেকআপ সবমিলিয়ে কাজটি দুর্দান্ত লাগছে। ভিডিওটিতে অনেক চমক আছে।’

তিনি আরও বলেন, ‘বালাম ভাইয়ের গান তো বরাবরই ভালো লাগে। তার কণ্ঠে অন্যরকম একটা মায়া কাজ করে।

তার গানের অনেক ভিডিও হয়েছে, আমিও আলাদা করে বেশ কিছু ভিডিওতে কাজ করেছি। কিন্তু বালাম ভাইয়ের গানের সঙ্গে এই প্রথম। ভালো লাগছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘ভিডিওটিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। চঞ্চল, অস্থির, দুষ্টু স্বভাবের মেয়ের চরিত্রে কাজ করছি এখানে।

এক্সপ্রেশন, উপস্থাপনায় নতুনত্ব আছে। চেষ্টা করেছি অভিনয়ের প্রত্যাবর্তনটা যেন সবার ভালো লাগে।’

বালামের জন্য ‘হঠাৎ’ গানটি লিখেছেন তাহসান খান। সংগীত করেছে অ্যাপিরেস। বালাম, অদিত এবং ব্যারিস্টার চিশতী ইকবাল এই তিনজন মিলে ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছেন।

অদিতের তত্বাবধানে ‘হঠাৎ’ শিরোনামের গানের ভিডিও পরিচালনা করছেন পরাগ ও ভাস্কর। ২০১৯ সালে নতুন বছরের শুরুতে বালাম-সুজানা অভিনীত এই ভিডিওটি প্রকাশ হবে ‘দ্য ইন্ডাস্ট্রি’র ইউটিউব চ্যানেলে।

Print Friendly, PDF & Email

Check Also

যদি একদিনের টিজারে মুগ্ধতা

বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে ‘যদি একদিন’ ছবির টিজার। ঝড় আসার আগে ধরন সম্পর্কে ইঙ্গিত দেয়। …