Home / জাতীয় / বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন

বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক :  আজ বুধবার বিকালে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম বুধবার থেকে নতুন কার্যালয়ে পরিচালিত হবে।

বিকাল ৪টায় পুরানা পল্টনের ৩৭/২ জামান টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন হবে।

গণফোরামের গণমাধ্যম শাখার সদস্য লতিফুল বারী হামীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ঐক্যফ্রন্টের কার্যক্রম পরিচালনায় নতুন অফিস নেয়ার কথা বলেন মির্জা ফখরুল।

নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে

Print Friendly, PDF & Email

Check Also

আজ খালেদার ভোটে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ অনেকটাই …